কষ্টের স্ট্যাটাস পিক ছেলেদের ও মেয়েদের

আপনি কি কষ্টের স্ট্যাটাস পিক ছেলেদের ও মেয়েদের খুঁজছেন? একদম সঠিক জায়গায় এসেছেন। দুঃখের, কষ্টের, ভালবাসার, ব্যার্থ প্রেমের ফেসবুক স্ট্যাটাস পিক বা ইমেজ বা ছবি আকারে পেয়ে যাবেন এই পোষ্টে। কষ্টের স্ট্যাটাস বাংলা বা sad caption bengali পেতে হলে পুরো পোস্টটি পড়তে থাকুন।
কষ্টের স্ট্যাটাস পিক ছেলেদের ও মেয়েদের
পোস্ট সূচিপত্র

কষ্টের স্ট্যাটাস পিক ছেলেদের ও মেয়েদের

কষ্টের স্ট্যাটাস পিক ছেলেদের ও মেয়েদের অনেকেই ইন্টারনেটে খুঁজে থাকেন আর এগুলো পেলেও আপনার মনের মতো হচ্ছে না। এই পোস্টে কিশোর কিশোরী, যুবক যুবতি, নারী পুরুষ, স্বামী স্ত্রী সকল কাপলদের জন্য কষ্টের, দুঃখের, ভালবাসার, ব্যার্থ প্রেমের স্টাটাসসহ ফেসবুক বা সোশাল মিডিয়ায় পোস্ট করার জন্য স্ট্যাটাস পিক, পিকচার বা ইমেজ বা ছবি আকারে প্রস্তুত করা হয়েছে। এখানে ব্যবহৃত কস্টের স্ট্যাটাস গুলো একদম নতুন ও তরুন লেখক দ্বারা লিখে নেয়া হয়েছে যা আপনার ভাল না গেলে পারেই না। ছেলেদের বা মেয়েদের উভয়ের জন্যই পৃথক পৃথক করে ছবি সহ ইমোশনাল স্ট্যাটাস, চাপা কষ্টের স্ট্যাটাস বা দুঃখের স্ট্যাটার্স বাংলা প্রদান করা হয়েছে। আর কথা নয় চলুন শুরু করা যাক।


কষ্টের স্ট্যাটাস পিক ছেলেদের

প্রথমে আমরা কষ্টের স্ট্যাটাস পিক ছেলেদের সে সম্পর্কে জানাবো। আপনি কি ভালবাসায় বা প্রেমে কষ্ট পেয়েছেন? প্রেমে ব্যর্থ হয়ে বা ছ্যাকা খেয়ে আপনি এখন লোকচক্ষুর আড়ালে চাপা কষ্ট নিয়ে বেঁচে আছেন। আপনার খুবই কষ্ট হচ্ছে। এমতাবস্থায় আপনি আপনার মনের কথাগুলো যদি একটি পিকচার বা ছবি বা ইমেজ আকারে পেয়ে যান তাহলে সেটি ব্যবহার করে সহজেই আপনার সেই প্রিয় মানুষটির কাছে বা বন্ধু-বান্ধবদের সাথে সেয়ার করে মনের ভাব, ইমোশন বা চাপা কষ্টগুলো একটু হলেও লাঘব করতে পারেন। আর সে জন্যই আমাদের আজকের এই পোস্ট। 

কষ্টের স্ট্যাটাস পিক ছেলেদের - ০১
উত্তাল সাগর আমার বুকে
একা একাই প্রেম করে যাই
আমার আবার স্বপ্ন দেখা?
প্রেম বিদ্রুপ করে যায়।
এই পাহাড় নদী
এই মাতাল হাওয়া
এই উর্বর ভূমিতে
আমি আজ বড় একলা....

কষ্টের স্ট্যাটাস পিক ছেলেদের


কষ্টের স্ট্যাটাস পিক ছেলেদের - ০২
হারিয়ে গেছে সুখের দিন
এসেছে এখন দুঃখ
উড়ে গেছে সব সুখ পাখি
বাসা বেঁধেছে দুঃখ
পেয়েছে জীবন দুঃখের দেখা
পেয়েছে আপন সঙ্গি
উড়ছে যত দুঃখের মেঘ
করে শত অঙ্গভঙ্গি

কষ্টের স্ট্যাটাস পিক ছেলেদের


কষ্টের স্ট্যাটাস পিক ছেলেদের - ০৩
পথে প্রান্তরে আমার দীর্ঘশ্বাস
হারিয়ে যায়
নিরব রাতে আমার চোখে
যেন রক্ত নেমে যায়
আমি হারিয়েছি তোমায়
কেন হারালাম না আপন প্রাণ
এই ব্যাথায় মন বার বার
ভেঙ্গে যায়, চুরে যায়।

কষ্টের স্ট্যাটাস পিক ছেলেদের


কষ্টের স্ট্যাটাস পিক ছেলেদের - ০৪
দুনিয়ার এ সহজ মানুষগুলো
কেন এতো কঠিন হয়ে যায়
কেউ দেয়না পাশে একটু ঠাঁই
বার বার মায়য় জড়াতে ভয় পাই
মনটা যে একা
দেয়না কেউ দেখা
বসে বসে ভাবি শুধু
নিরালায়

কষ্টের স্ট্যাটাস পিক ছেলেদের


কষ্টের স্ট্যাটাস পিক ছেলেদের - ০৫
আমার মনের এই আকাশে
শুধু ব্যাথার মেঘেরা ভাসে
চার পাশে পড়ে থাকা স্মৃতিগুলো
আমাকে দেখে শুধুই হাসে
দুঃখরা সবে
তোমার অভাবে
দেয় খোঁচা আমার
এই কলিজায়।

কষ্টের স্ট্যাটাস পিক ছেলেদের


কষ্টের স্ট্যাটাস পিক ছেলেদের - ০৬
ব্যাথা ভরা মন নিয়ে আজ আমি
চলছি শুধু একা পথ ধরে
কোথায় ঠিকানা, নিজেও জানি না
এ বুকে জমে আছে শুধু ঘৃণা
ওগো বিধাতা বলে দাও আমায়
কেন পৃথিবী শুধু আমায় কাঁদায়
কেন আমার জীবন
আজ শুধুই ব্যার্থতায়

কষ্টের স্ট্যাটাস পিক ছেলেদের


কষ্টের স্ট্যাটাস পিক ছেলেদের - ০৭
ব্যাথার পালঙ্কে থাকি আমি
দুঃখের পানিয় পান করি
অস্লিল আঁধারে আমার বসবাস
সপ্ন মাঝে দুঃস্বপ্ন গড়ি

কষ্টের স্ট্যাটাস পিক ছেলেদের


কষ্টের স্ট্যাটাস পিক ছেলেদের - ০৮
উন্মাদ হয়ে আর কখনো আমি
তোমাকে খুঁজবো না
চিৎকার করে আজ বলবো শুধু
ভাল বাসি না
সব ব্যাথা আমারই রবে
কোন সুখ পাব না
জির্ণ হয়ে শুধু থাকবো আমি
প্রশান্তি চাইবো না

কষ্টের স্ট্যাটাস পিক ছেলেদের


কষ্টের স্ট্যাটাস পিক ছেলেদের - ০৯
উদ্ভ্রান্ত সব ভুলের মাঝে
সঠিকটা হারিয়ে গেছে
ক্ষুদ্র ক্ষুদ্র সব অভিমানে
স্বপ্ন ছিটকে পড়ে গেছে
মনের যুদ্ধে নেমেছি আমি
জয়ী হতে পারছি না
স্তব্ধ হয়ে থাকতে চাইছি
কান্না বাধা মানছে না

কষ্টের স্ট্যাটাস পিক ছেলেদের


কষ্টের স্ট্যাটাস পিক ছেলেদের - ১০
অসালিন রাতের ভেতর আমার দীর্ঘশ্বাস
একান্ত শুধুই আমার
বিবর্ণ দিনের শেষে শান্ত অবসরে
আপন বিরহ বিদিশা
জির্ণতা বিমুক্ত এ অন্ধকার শহরে
শান্ত নিরব প্রকৃতি
পূর্ণতায় পরিপূর্ণ হওয়া দিনের সাথে
জড়িত আমার স্মৃতি
কেউ আমায় আজ প্রশ্ন করে
কেউ আবার করে রক্তাক্ত
কেউ আমার বিরহ জাগায়
কেউ করে ক্ষত বিক্ষত

কষ্টের স্ট্যাটাস পিক ছেলেদের


কষ্টের স্ট্যাটাস পিক ছেলেদের - ১১
সন্ধ্যা নামুক আমার মনে
নামুক ঘোর বরষা
রাত্রি এখন, ভোর বহুদুরে
তবু তোমায় পেতে একবুক আশা

কষ্টের স্ট্যাটাস পিক ছেলেদের


কষ্টের স্ট্যাটাস পিক ছেলেদের - ১২
মাঝে মাঝে হারিয়ে যাই
ভ্রান্ত অজানাতে
মাঝে মাঝে ফিরে আসি
ভাবনার দ্বারপ্রান্তে
ইচ্ছে করেই সৃষ্টি করি
ভাবনার অন্য জগত
ফিরে এসো তুমি পারছিনা আর
সইতে এই জীবন নরক

কষ্টের স্ট্যাটাস পিক ছেলেদের


কষ্টের স্ট্যাটাস পিক ছেলেদের - ১৩
অদৃষ্ট আমায় এনেছে কোথায়
আমি অচেতন অকর্মন্য
অমৃত্য আমায় ডাকে বার বার
আমি উন্মাদ জ্ঞানশুন্য
আমায় ফিরিয়ে দাও
আমার সর্গ স্মৃতি
আমায় ফিরিয়ে দাও
সেই চির চেনা পথটি

কষ্টের স্ট্যাটাস পিক ছেলেদের


কষ্টের স্ট্যাটাস পিক ছেলেদের - ১৪
রাতের গাঢ় অন্ধকারে
ব্যস্তহীন একা বসে
দেখছি আলো আঁধার
নষ্ট ছেলের দৃশ্যপটে
সপ্ত রঙয়ের অষ্ট খেলায়
খুঁজে চলি আলোর পথ
কেউ এসে নিয়ে যাও আমায়
দাও আবার সেই আলোর শরৎ

কষ্টের স্ট্যাটাস পিক ছেলেদের


কষ্টের স্ট্যাটাস পিক ছেলেদের - ১৫
আপন গ্রহে পাপিষ্ট আমি
নিত্য নতুন রুপে পাপের বোঝা
বয়ে চলেছি স্তব্ধ পায়ে
কে দেখাকে আমায় আলোর পথ
কে শোনাবে আমায় শুদ্ধ সুর
আমি মুক্ত হতে চাই আবার
মুক্ত পথে হেঁটে যেতে চাই বহুদুর।

কষ্টের স্ট্যাটাস পিক ছেলেদের


কষ্টের স্ট্যাটাস পিক ছেলেদের - ১৬
বৃষ্টির ফোটা আমার গায়ে
পড়ে যায় শুধু পড়ে যায়
আমি আর মানতে পারছিনা
আমার এই পরাজয়
এই বৃষ্টি ফোটা
এই স্তব্ধ প্রকৃতি
আমি আর মানতে পারছি না
আমার এই মরন পরাজয়

কষ্টের স্ট্যাটাস পিক ছেলেদের


কষ্টের স্ট্যাটাস পিক ছেলেদের - ১৭
দিয়েছিলে আমায় সর্গ শীতল সুখ
দিয়েছিলে উর্বর ভালবাসা
কেন হারালে এমন করে
আমার প্রেমে ছিলো না তো অপূর্ণতা

কষ্টের স্ট্যাটাস পিক ছেলেদের


কষ্টের স্ট্যাটাস পিক ছেলেদের - ১৮
এতো দূরে তুমি গেছো যে চলে
জানি ফিরবেনা কোন কালে
নিজের জীবন গুছিয়ে তুমি
আমায় কেন অগোছালো করলে

কষ্টের স্ট্যাটাস পিক ছেলেদের


কষ্টের স্ট্যাটাস পিক ছেলেদের - ১৯
বড়ই আঘাত আমায় দিয়েছ তুমি
মনের আঁশ মিটিয়ে
কত বোকা আমি আজও পথ চেয়ে থাকি
এই বুঝি তুমি এসে দিবে হাত বাড়িয়ে

কষ্টের স্ট্যাটাস পিক ছেলেদের


কষ্টের স্ট্যাটাস পিক ছেলেদের - ২০
ভুলিনি তোমার স্মৃতি
কত সুন্দর ছিলো তোমার অভিনয়
স্তব্ধ নিথর আমি 
আজও তোমার অপেক্ষায়

কষ্টের স্ট্যাটাস পিক ছেলেদের




কষ্টের স্ট্যাটাস পিক মেয়েদের

এবার আমরা কষ্টের স্ট্যাটাস পিক মেয়েদের সম্পর্কে জানাবো। গুনিজনে বলে, ছেলেদের চেয়ে মেয়েরা বেশি কষ্ট সহ্য করতে পারে। প্রেমে ব্যর্থ হয়ে বা ছ্যাকা খেয়ে চাপা কষ্ট নিয়ে আপনার অবুঝ মন এখন লোকচক্ষুর আড়ালে থাকতে ভালবাসে। আপনার খুবই কষ্ট হচ্ছে। এমতাবস্থায় আপনি আপনার মনের কথাগুলো যদি একটি পিকচার বা ছবি বা ইমেজ আকারে পেয়ে যান তাহলে সেটি ব্যবহার করে সহজেই আপনার সেই প্রিয় মানুষটির কাছে বা বন্ধু-বান্ধবদের সাথে সেয়ার করে মনের ভাব, ইমোশন বা চাপা কষ্টগুলো একটু হলেও লাঘব করতে পারেন। আর সে জন্যই আমাদের আজকের এই পোস্ট। 

কষ্টের স্ট্যাটাস পিক মেয়েদের - ০১
বেসেছিলাম তোমাকে ভাল
জন্ম জন্মান্তরে
চেয়েছিলাম তোমাকে আমি
শুন্য এ অন্তরে
আজ কোথায় তুমি কোথায় আমি
পারি না কাছে টানতে
কোথায় তুমি কোথায় আমি
পারি না হাতে হাত রাখতে

কষ্টের স্ট্যাটাস পিক মেয়েদের


কষ্টের স্ট্যাটাস পিক মেয়েদের - ০২
ফেরারী মনে ফেরারী আশা
পায়নি তোমার ভালবাসা
অস্লিল আঁধার আপন আমার
আসবে কি ফিরে আমার  মাঝে?

কষ্টের স্ট্যাটাস পিক মেয়েদের


কষ্টের স্ট্যাটাস পিক মেয়েদের - ০৩
যা ছিলো আমার সব দিয়েছি তোমায়
এখন আমি একেবারেই শুন্য
এতোই আপন যে করেছি তোমায়
হারিয়েছি ভাবলে হই জ্ঞান শুন্য

কষ্টের স্ট্যাটাস পিক মেয়েদের


কষ্টের স্ট্যাটাস পিক মেয়েদের - ০৪
তুমিই তো ছিলে আমার হৃদয় জুড়ে
কল্পনার রাজকুমার
রক্ত ঝড়াতে সে হৃদয়ে
একটুও দয়া হয়নি কি তোমার?

কষ্টের স্ট্যাটাস পিক মেয়েদের


কষ্টের স্ট্যাটাস পিক মেয়েদের - ০৫
এতেটাই যে ভালবেসেছি তোমায়
বুঝতে যদি একটা বার
কি দিয়ে বোঝাই আমি ছিলাম তোমার
এখনো আছি থাকবো চিরকাল

কষ্টের স্ট্যাটাস পিক মেয়েদের


কষ্টের স্ট্যাটাস পিক মেয়েদের - ০৬
ঝড় উঠেছে আমার ভেতর
থামবে না তোমায় বিনে
শত আপন করে নাও আমায় তুমি
অবুঝ এ মন তোমায় খোঁজে ক্ষণে ক্ষণে

কষ্টের স্ট্যাটাস পিক মেয়েদের


কষ্টের স্ট্যাটাস পিক মেয়েদের - ০৭
সমুদ্রের স্নিগ্ধতার মতো
ছিলে তুমি আমার
কেমনে ভুলি সেই চেনা মুখ
মনে প্রাণে তুমি ছিলে যে আমার
হারিয়ে তোমায়
কেঁদে ভাসিয়েছি বুক।

কষ্টের স্ট্যাটাস পিক মেয়েদের


কষ্টের স্ট্যাটাস পিক মেয়েদের - ০৮
কল্পনার সপ্ত সাগরে
নিমজ্জিত আমি
ভেবে যাই শুধু তোমাকে
কেন করলে না আমায় আপন
নামটি ধরে আর
ডাকবে না আমাকে?

কষ্টের স্ট্যাটাস পিক মেয়েদের


কষ্টের স্ট্যাটাস পিক মেয়েদের - ০৯
আমার রাজ্যে ছিলে তুমি অধিপতি
নির্মল সুখের অস্তিত্ব
কোন ভুলে যে হারিয়েছি তোমায়
কোন পাপের করছি প্রায়শ্চিত্ত

কষ্টের স্ট্যাটাস পিক মেয়েদের


কষ্টের স্ট্যাটাস পিক মেয়েদের - ১০
আছ কি সুখে আমায় ছাড়া
পেয়েছ নতুন সঙ্গিটাও
তুমি ছাড়া আজ নিষ্প্রাণ আমি
বাঁচবো কি করে বলে দাও।

কষ্টের স্ট্যাটাস পিক মেয়েদের


কষ্টের স্ট্যাটাস পিক মেয়েদের - ১১
তুমি ছিলে আমার
স্বপ্ন হৃদয়ের
আবেগি ব্যকুলতা
কেন চলে গেলে
কোথায় ছিলো
ভালবাসার অপারগতা

কষ্টের স্ট্যাটাস পিক মেয়েদের


কষ্টের স্ট্যাটাস পিক মেয়েদের - ১২
সাজানো এ হৃদয়
ভেঙ্গেছো তুমি
ভেঙ্গেছ স্বপ্ন দু'চোখের
আজ হারিয়ে তোমায়
নিঃস্ব আমি
সঙ্গিনী আঁধারের

কষ্টের স্ট্যাটাস পিক মেয়েদের


কষ্টের স্ট্যাটাস পিক মেয়েদের - ১৩
ভুলবো কেমনে সেই স্বপ্ন রঙ্গিন
কি করে ভুলবো তোমার স্মৃতি
শুধু একবার এসে দাও বলে আমায়
তুমি ছাড়া এ জীবন কেমনে দিব পারি?

কষ্টের স্ট্যাটাস পিক মেয়েদের


কষ্টের স্ট্যাটাস পিক মেয়েদের - ১৪
সমুদ্রের বুকে আজো খুঁজে যাই
তোমার হাতের উষ্ণ শিহরণ
দিন শেষে আমি বড়ই একা
গুণে যাই দিন কবে আসবে মরন।

কষ্টের স্ট্যাটাস পিক মেয়েদের


কষ্টের স্ট্যাটাস পিক মেয়েদের - ১৫
হৃদয়ের আশাগুলো আঁচড়ে পড়ে
গভীর অন্তরের সমুদ্র পাড়ে
বোঝেনা তারা হারিয়েছি তোমায়
ফিরবেনা আর সুখ পাখি হয়ে।

কষ্টের স্ট্যাটাস পিক মেয়েদের


কষ্টের স্ট্যাটাস পিক মেয়েদের - ১৬
ওহে প্রিয়তম
কোথায় হারালে
কাটেনা সময় আর
সন্ধ্যে সকালে

কষ্টের স্ট্যাটাস পিক মেয়েদের


কষ্টের স্ট্যাটাস পিক মেয়েদের - ১৭
আমার হৃদয় আজ করছে অনশন
পেতে চায় তারা তোমার শিহরণ
কি করে বোঝাই তাদের তুমি চলে গেছো
নতুন সঙ্গি পেয়ে বড় সুখে আছ।

কষ্টের স্ট্যাটাস পিক মেয়েদের


কষ্টের স্ট্যাটাস পিক মেয়েদের - ১৮
আজোও আমি স্বপ্ন দেখি
তোমায় আপন করে পেতে
না বলা কথাগুলো অস্রু হয়ে
ঝড়ে যাচ্ছে দিবা রাতে

কষ্টের স্ট্যাটাস পিক মেয়েদের


কষ্টের স্ট্যাটাস পিক মেয়েদের - ১৯
কথা দিয়েছিলে তুমি
রাখনি সে কথা
সুখগুলো আমার করেছ চুরি
করেছ আমায় বড় একা

কষ্টের স্ট্যাটাস পিক মেয়েদের


কষ্টের স্ট্যাটাস পিক মেয়েদের - ২০
কোন ছলনায় পড়ে ছিলাম আমি
বুঝিনি এর গভীরতা
নিজের কাছেই আমি অপরাধী আজ
পাব কি ফিরে আবার সেই স্বাধীনতা

কষ্টের স্ট্যাটাস পিক মেয়েদের

কষ্টের স্ট্যাটাস পিক মেয়েদের - ২১
এতো দুরে যে চলে গেছো
জানি ফিরবেনা আর কোন দিন
আমার মরুময় এ হৃদয়টাতে
ঝড়বে না বৃষ্টি রিম ঝিম।

কষ্টের স্ট্যাটাস পিক মেয়েদের


উপসংহার : কষ্টের স্ট্যাটাস পিক ছেলেদের ও মেয়েদের

প্রিয় পাঠক, কষ্টের স্ট্যাটাস পিক ছেলেদের ও মেয়েদের বিষয়ক এই পোস্টটি পড়ে আপনি ছেলে হউন বা মেয়ে হউন নিশ্চই আপনি আপনার চাহিত দুঃখের, কষ্টের, ভালবাসার, ব্যার্থ প্রেমের ফেসবুক স্ট্যাটাস, কষ্টের স্ট্যাটাস বাংলা বা sad caption bengali পিক, পিকচার বা ইমেজ বা ছবি আকারে পেয়েছেন। এখানে ব্যবহৃত ছবিগুলোর মধ্যে নিশ্চই আপনি আপনার পছন্দেরটা ডাউনলোড করে নিয়েছেন। এমন আরো কষ্টের স্ট্যাটাস পিক বা পিকচার পেতে এই পোস্টে কমেন্ট করতে পারেন। পোস্টটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সেয়ার করতে ভুলবেন না।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ফ্লোনেস্ট বিডির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url