Terms and Conditions
ফ্লোনেস্ট বিডি তে আপনাকে স্বাগতম।
এই ওয়েবসাইটে আপনার ভিজিটের জন্য আপনাকে ধন্যবাদ।
ফ্লোনেস্ট বিডি ব্লগটি ব্যবহার করার আগে দয়া করে নিম্নলিখিত শর্তাবলী ও ব্যবহারের নীতিমালা মনোযোগ দিয়ে পড়ুন। এই ব্লগটি ব্যবহার করার মাধ্যমে আপনি আমাদের এই শর্তাবলী ও নীতিমালার সাথে সম্মতি ও একমত পোষণ করছেন বলে আমরা ধরে নেব।
ব্যবহারের শর্ত : আপনি ফ্লোনেস্ট বিডিতে প্রকাশিত তথ্য এবং উপাদান ব্যক্তিগত ও বানিজ্যিক নয় এমন উদ্দেশ্যে ব্যবহার করতে পারবেন। এই ব্লগের কোন কনটেন্ট বাণিজ্যিক উদ্দেশ্যে কপি করা, বিক্রয় করা পূণঃপ্রকাশ করা সম্পূর্ণ নিষিদ্ধ।
কপিরাইট আইন : ফ্লোনেস্ট বিডিতে প্রকাশিত সকল বিষয়বস্তু, যেমন, সংবাদ, তথ্য, আলোক চিত্র, ভিডিও চিত্র, অডিওসহ এ জাতীয় সকল কনটেন্ট কপিরাইট আইনের অধীন। আর সর্বস্বত্ব ফ্লোনেস্ট বিড’র মালিকানাধীন।
দায়িত্ব সম্পর্কিত : ফ্লোনেস্ট বিডি তথ্যের সঠিকতা বা উপযুক্ততার জন্য কোন দায়ভার বহন করে না। এই সাইটের কনটেন্ট রাইটিং সবার জন্য উন্মুক্ত, যে কেউ চাইলে ফ্লোনেস্ট বিডি’র যাবতীয় শর্তাবলী মেনে আর্টিকেল বা পোস্ট রাইটিং করতে পারেন।
বাইরের বা বহিরাগত লিংক : এই সাইটে বাইরের বা বহিরাগত লিংক প্রদান করা হতে পারে আর সেটি ফ্লোনেস্ট বিডি’র নিয়ন্ত্রণে নয়। এই বহিরাগত লিংক সেই ওয়েবসাইটগুলির কনটেন্ট, গোপণীয়তা নীতি বা প্রক্রিয়ার ব্যাপারে ফ্লোনেস্ট বিডি’র কোন ধরণের দায়বদ্ধতা নেই। আমরা বহিরাগত লিংক ব্যবহারের আগে অবশ্যই সংশ্লিষ্ট সাইটের নীতিমালা ও শর্তাবলী যাচাই বাছাই করে ব্যবহার করতে উৎসাহ প্রদান করি।
গোপণীয়তা নীতি: ফ্লোনেস্ট বিডি’র গোপণীয়তা নীতি অনুযায়ী আপনার প্রদত্ত সকল তথ্য উপাত্ত সুরক্ষিত রাখা ও সেগুলোকে সম্মান করা আমাদের দায়িত্ব। আপনার এই তথ্য উপাত্তগুলো কোন ভাবেই আমরা বিক্রি বা তৃতীয় পক্ষের কাছে ভাগাভাগি করবো না। শুধুমাত্র আইনগত বাধ্যবাধকতা ছাড়া।
আইনি পদক্ষেপ : এই শর্তাবলী ও নীতিমালার মাধ্যমে সৃষ্ট যে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে সৃষ্ট যেকোন দাবি বা বিরোধ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর আইনানুযায়ী সমাধান বা মিমাংশা করা হবে।
ব্যবহারকারীর দায়বদ্ধতা : ফ্লোনেস্ট বিডি’র ব্যবহারকারী হিসেবে আপনি এ কথা স্বীকার করেছেন যে, এই ওয়েবসাইটটি ব্যবহারের ফলে বা এর কনটেন্টসমূহ ব্যবহারের ফলে যে কোন ধরণের সরাসরি, প্রত্যক্ষ, পরোক্ষ, ঘটনামূলক, প্ররোচিত, বিশেষ পরিণামমূলক ক্ষয়-ক্ষতি সাধন হলে ফ্লোনেস্ট বিডি কর্তৃপক্ষের কোন সদস্য বা লেখকবৃন্দ দায়ী থাকবে না।
ফিডব্যাক বা মতামত : আমরা আপনার ফিডব্যাক ও মতামতকে স্বাগত জানাই। যদি আপনি আমাদের ব্লগের কোন বিয়বস্তু, নীতিমালা ও শর্তাবলী নিয়ে কোন ধরণের প্রশ্ন বা মন্তব্য করতে চান, তাহলে এই ইমেইলে যোগাযোগ করতে পারেন। অথবা আমাদের যোগাযোগ পৃষ্ঠায় রক্ষিত ঠিকানাসমুহে যোগাযোগ করতে পারেন।
নীতিমালা ও শর্তাবলী পরিবর্তনের অধিকার : ফ্লোনেস্ট বিডি যে কোন সময় এই শর্তাবলী ও নীতিমালা পরিবর্তন, পরিবর্ধন, সংশোধন, সংযোজন, বিয়োজন করার অধিকার রাখে। এই সাইটের ব্যবহার অব্যহত রাখা মানেই আমাদের নতুন শর্তাবলীতে আপনি সম্মত রয়েছেন।
ফ্লোনেস্ট বিডি ভিজিটের জন্য আপনাকে আবারো ধন্যবাদ জানাই। আপনি নিশ্চই আমাদের ব্লগের ব্যবহার নীতিমালা ও শর্তাবলী সম্পর্কে জেনেছেন এবং সেগুলোতে সম্মতি প্রদান করেন বা করেছেন।। আর আমাদের শর্তাবলী ও ব্যবহার নীতিমালার প্রতি আপনার সম্মতি আমাদের সামনে এগিয়ে যাওয়ার পথিকৃত।
যদি আপনি আমাদের এই শর্তাবলী ও নীতিমালা বা ব্লগের কোন নিদ্দিষ্ট কনটেন্ট সম্পর্কে কোন প্রকার প্রশ্ন, জিজ্ঞাসা, উদ্বেগ রাখেন তবে আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা অবশ্যই আপনার প্রশ্নের যথাযথ উত্তর প্রদানসহ আপনার উদ্বেগের সমাধান করার চেষ্টা করবো। আর সেটি আমাদের ব্লগের মানোন্নয়নে যথেষ্ট ভূমিকা রাখবে বলে আশা করি।
আপনার সহযোগীতা ও পরামর্শ আমাদের কাছে অনেক মূল্যবান। ফ্লোনেস্ট বিডি নামক এই ডিজিটাল প্লাটফরমটি একটি নিরাপদ ও সৃজনশীল সম্প্রদায় হিসেবে গড়ে তুলতে আপনার সাথে আমরা কাজ করতে চাই।
আমরা আবারো আপনাকে সাধুবাদ জানাই ফ্লোনেস্ট বিডি ব্যবহার করা জন্য। আমরা আপনার অব্যহত সমর্থন ও ভালবাসার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
ফ্লোনেস্ট বিডি’র সাথে যোগাযোগে করুন
ইমেইল: flownestit@gmail.com
অফিসের ঠিকানা: কথা কুঞ্জ (Kotha-Kunzo), গ্রাম/রাস্তা : নগরজিৎপুর, পোস্ট: পীরগাছা-৫৪৫০, উপজেলা : পীরগাছা, জেলা : রংপুর।
ফ্লোনেস্ট বিডির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url