রোমান্টিক ফেসবুক স্ট্যাটাস পিকচার
রোমান্টিক ফেসবুক স্ট্যাটাস পিকচার, প্রেমের, ভালবাসার, ফেসবুক স্ট্যাটাস সহ পিকচার, ছবি বা ইমেজ আপনার প্রয়োজন হলে একদম সঠিক জায়গায় এসেছেন। পোষ্টটি শেষ পর্যন্ত পড়ুন আর বাছাই করে নিন আপনার পছন্দের রোমান্টিক ফেসবুক স্ট্যাটাস পিকচার।
পোস্ট সূচিপত্ররোমান্টিক ফেসবুক স্ট্যাটাস পিকচার
রোমান্টিক ফেসবুক স্ট্যাটাস পিকচার, প্রেমের, ভালবাসার বাংলা কবিতা ক্যাপশন আমাদের অনেকের প্রয়োজন হয়। যাদের রোমান্টিক কবিতা ক্যাপশন বাংলা প্রয়োজন তাদের কথা চিন্তা করেই আজকের এই পোস্ট। আবেগঘন মুহুর্তের স্বামী-স্ত্রী, প্রেমিক প্রেমিকাদের বা কাপলদের ফেসবুকে পোস্ট করার জন্য রোমন্টিক প্রেমের বা ভালবাসার কবিতা ক্যাপশন বাংলা ছবি, ইমেজ বা পিকচার আকারে দরকার হলে এই পোস্টটি আপনার সেই চাহিদা পূরণ করে দিতে পারবে বলে আশা রাখছি।
আরো পড়ুন : কষ্টের স্ট্যাটাস ছেলেদের ও মেয়েদের
রোমান্টিক ফেসবুক স্ট্যাটাস পিকচার - ০১
যেদিন তোমায় প্রথম দেখি
সেদিন থেকেই আমি
গাঁথি শুধু তোমার ছবি
তোমার অধর দুটিই দেখি
আমার মনের ছোট্ট ঘরে
তুমি বাঁধলে বাসা
তোমার বাঁকা আঁখি দুটিই
আমার মনে আঁকা।
আরো পড়ুন : মজার ধাঁধাঁ উত্তর সহ ছবি
রোমান্টিক ফেসবুক স্ট্যাটাস পিকচার - ০২
ঊষা শেষে আসে দিনের সোনা জড়ানো আলো
জীবনের ব্যস্ততায় আমি ভাবতে থাকি তোমায় বাসি ভাল
হৃদয়ের জানালা খুলে শুধু দেখতে পাই তোমায়
ভাসমান দুটি চোখ শুধু কাছে টানে আমায়
রোমান্টিক ফেসবুক স্ট্যাটাস পিকচার -০৩
আমি শুনেছি
তুমি নাকি খুঁজেছ আমায়
কি কারণ ছিলো কেউ তা বলেনি।
তপ্ত রোদে ভিজে খুঁজেছ
উড়ন্ত পাখির ডানায় খুঁজেছ
খুঁজেছ মরুভুমির বালু কণায়
খুঁজেছ উত্তাল সাগর মোহনায়।
চোখ রাঙিয়ে বলেছিলে তুমি
ভালবাসনা আমায়
যাকে এতো ঘৃণা কর তুমি
তাকে কেন খুঁজেছ বলোতো শুনি।
রোমান্টিক ফেসবুক স্ট্যাটাস পিকচার - ০৪
কাল হয়নি সূর্যোদয়
উঠেনি আকাশে চাঁদ তারা
ফোটেনি কোন ফুল
করেনি খেলা কোন আলো ছাঁয়া
চার পাশে ছিলো শুধু অন্ধকার
জোনকিরাও জেগে উঠেনি
ক্ষরস্রোতা নদীও ছিলো স্তব্ধ
পুব আকাশটাও আলো ছড়ায় নি।
কেন প্রকৃতির এতো পরিবর্তন প্রথমে বুঝতে পারিনি
মনে পড়লো হঠাত তুমি আমায় ভালবাসা দাও নি।
আরো পড়ুন : হাত কাটা পিকচার ছেলেদের ও মেয়েদের
রোমান্টিক ফেসবুক স্ট্যাটাস পিকচার - ০৫
তুমি যে কত অপরূপ
নেই তোমার মত কোন রূপ
তুমি কখনোও হও মেঘলা আকাশ
কখনোও বিশাল মন
কখনোও তুমি নদীর ঢেউ হও
কখনোও বাতাশের শন-শন
কখনোও তুমি নীল আকাশ
কখনোও চাঁদনী রাত
কখনোও নিরব চাহনী
কখনোও আলতো হাত
রোমান্টিক ফেসবুক স্ট্যাটাস পিকচার - ০৬
মনে কি পড়ে প্রিয়া সেই প্রেম করা
সেই পথে পথে ঘুরে
প্রেমের আলাপ করা
কখনোও এঁকে দিতাম তোমার অধরে চুম
অনেক কাছে আসতো তোমার আমার দুটি মন।
সেই যে বলেছিলে নদীর কুলে বসি
কখনোও ছাড়বেনা মোরে
তোমায় যে বেশি ভালবাসি।
রোমান্টিক ফেসবুক স্ট্যাটাস পিকচার - ০৭
তুমি কখনোও হও সন্ধ্যা তারা
কখনোও দেখি পথিক পথহারা
কখনোও ঘুম জাগা রাত
কখনোও ঘুম জড়ান প্রভাত
তোমাকে পাই আমি সবখানে
তোমার উপমা শুধু তোমাতে
তুমি আছ থাকবে মোর হৃদয়ে
তাই যেখানেই যাই আমি পাই তোমাকে।
রোমান্টিক ফেসবুক স্ট্যাটাস পিকচার - ০৮
কতযে যাদু আদরে তোমার
সে যাদু করেছ আমায়
মনটাযে তাই তোমারই কথা
বলে সারাক্ষণ আমায়
আদর করে আদন দিয়ে
ভরালে তুমি মোরে
তাই তুমিই আমার চলার সাথি
তোমায় যে অনেক ভালবাসি।
রোমান্টিক ফেসবুক স্ট্যাটাস পিকচার - ০৯
বিধাতা গড়েছে পৃথিবী
আরো কত সুন্দর কত কি?
কিন্তু প্রিয়া তোমার রুপের কাছে
হার মানবে পৃথিবীর সবি।
তোমার হেটে যাওয়া
যেন নদীর তরঙ্গের খেলা
তোমার দৃষ্টি রেখা যেন
শত আলোর বিষধর মেলা
তোমার রুপের ঝিলিক
যেন কেটে ফেলবে পাথর
তোমার হাসির তিক্ষ্ণতায়
যেন মরে যাবে প্রাণ হাজার
আরো পড়ুন : হাসির ধাঁধাঁ উত্তর সহ ছবি
রোমান্টিক ফেসবুক স্ট্যাটাস পিকচার - ১০
ওগো প্রেয়সী
মোর মনে বসি
করনা হৃদয়টাকে শান্ত
তোমায় যে বেশি ভালবাসি
দেখ মোর এই বুকটা চিরে
তুমি আছ সারা হৃদয় জুড়ে
তোমার কথা সকালে বিকালে
সবসময়ই কানে বাজে
তুমি যে মোর মনের রানী
সত্যিই তুমিই মোর সবি।
রোমান্টিক ফেসবুক স্ট্যাটাস পিকচার - ১১
তুমি যে আমার মনের রানী
তুমিই আমার সবি।
তোমায় ছাড়া বাঁচবোনা আমি
শুধু এই কথাটাই জানি
কোন মাটি দিয়ে তৈরী তুমি
কেন মন তোমায় চায়
না পেলে তোমায়
এ মনটাকে বাঁচানো হবে দায়।
ফ্লোনেস্ট বিডির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url