প্রিয় মানুষকে নিয়ে কিছু কষ্টের ও রোমান্টিক কথা উক্তি

প্রিয় মানুষকে নিয়ে কিছু কষ্টের ও রোমান্টিক কথা উক্তি সম্পর্কে জানাতেই আজকের আমাদের এই পোস্ট। কাছের মানুষ ও পছন্দের মানুষটিকে আপনার অন্তরের অন্তস্থল থেকে বিভিন্ন রকম কথা জানিয়ে দিতে ইচ্ছা করে। যারা তাদের প্রিয় মানুষটিকে নিয়ে রোমান্টিক কথা ও কষ্টের কথা অথবা চিরন্তন বাণী ও উক্তি জানিয়ে দিতে চান তারা পোস্টটি শেষ পর্যন্ত পড়ুন। এখানে উল্লেখিত কষ্টের রোমান্টিক কথা এবং উক্তিগুলো অবশ্যই আপনার পছন্দ হবে বলে আশা করছি।

প্রিয় মানুষকে নিয়ে কিছু কষ্টের ও রোমান্টিক কথা উক্তি
পোস্ট সূচিপত্র

প্রিয় মানুষকে নিয়ে কিছু কষ্টের ও রোমান্টিক কথা উক্তি

প্রিয় মানুষকে নিয়ে কিছু কষ্টের ও রোমান্টিক কথা সম্পর্কে জানতে অনেকেই ইন্টারনেটে সার্চ করে থাকেন। আপনার পছন্দের মানুষটিকে বা আপনার প্রিয় মানুষটিকে আপনার মনের গভীরের ভালোবাসা ও রোমান্টিক কথা জানিয়ে দেওয়ার প্রয়োজন হয়ে থাকে। আবার অনেকেই প্রিয় মানুষটিকে নিয়ে কিছু কষ্টের কথা খুঁজে থাকেন। এখানে রোমান্টিক বা ভালোবাসার এবং কষ্টের অনেক দামি এবং গুরুত্বপূর্ণ কথা তুলে ধরা হয়েছে। যেগুলো আপনার পছন্দের মানুষটিকে বা প্রিয় মানুষটিকে জানিয়ে দিতে পারেন নির্দ্বিধায়।

আরো পড়ুন : ইমোশনাল ছেলেদের কষ্টের স্ট্যাটাস ক্যাপশনও কথা

অনেকেই প্রিয় মানুষকে নিয়ে কষ্টের রোমান্টিক কথাগুলো ফেসবুক এবং টিউটরের পোস্ট করা বা স্টোরিতে দিয়ে দিতে পছন্দ করেন। এখানে উল্লেখিত কথাগুলো ফেসবুক বা টুইটারে পোস্টও করতে পারবেন। কথাগুলো একদম ভিন্ন রকম নতুন আধুনিক ও ভাব গম্ভীর্যপূর্ণ করে প্রস্তুত করা হয়েছে। সেগুলো অবশ্যই আপনার ভালো লাগবে। আর কথা নয় চলুন দেখে নেয়া যাক প্রিয় মানুষকে নিয়ে কিছু কষ্টের ও রোমান্টিক কথা উক্তি।

প্রিয় মানুষকে নিয়ে কিছু কষ্টের কথা


প্রিয় মানুষকে নিয়ে কিছু কষ্টের কথা

আজকের এই পোস্টটিতে সর্বপ্রথম আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হল প্রিয় মানুষকে নিয়ে কিছু কষ্টের কথা সম্পর্কে। প্রিয় মানুষটিকে আপনার মনের কথাটি জানিয়ে দেওয়ার জন্য বা আপনার মনের ভেতর লুকিয়ে থাকা বিভিন্ন কষ্টের কথাগুলো শেয়ার করার জন্য সুন্দরও দামি কথা খুঁজে থাকেন। আর আপনি যদি এমন কিছু কথা পেয়ে যান যা দেখে আপনার কাছের মানুষটি বা প্রিয় মানুষটি আপনার মনের ভেতরের চাপা কষ্ট, দুঃখ ও বেদনা গুলো সম্পর্কে জানতে পারে, তাহলে সেটা মন্দ হয় না। আপনার প্রিয় মানুষটিকে যদি আপনার ভেতরের চাপা কষ্ট সম্পর্কে কিছু কথা জানিয়ে দিতে চান তাহলে এই অংশের কথাগুলো দেখতে থাকুন। আর আপনার পছন্দের টি বাছাই করে নিন আর আপনার প্রিয় মানুষটিকে বা কাছের মানুষটিকে সেন্ড করুন।

আরো পড়ুন : দুই লাইনের স্ট্যাটাস বাংলা রোমান্টিক স্ট্যাটাস ফেসবুকের জন্য

কভাবে বেঁচে আছি বলা যাবে না তা মুখে

কিভাবে পথ চলি দেখেনা কেই স্ব-চোখে

বন্ধু গো বেঁচে থাকা বড় কঠিন মনে হয়

প্রিয়া গো চলতে চলতে পথ ভুলে যাই


চলে যাও তুমি ডেকো না আমায়

আমি আনাড়ি ভেবো শাক্তিহীন

ডেকে ডেকে ক্লান্ত হয়োনা তুমি

আমি জীর্ন হয়ে রবো স্বপ্নহীন।


এই রঙিন স্বপ্নগুলো দিলাম তোমায়

নিয়ে যাও থেকো অনেক সুখে

নীল রঙা যত দুঃখ তোমার

দিয়ে যাও আমি থাকবো দুখে


মানুষের স্বার্থপরতা দেখে মনে হয়, সে কোনদিন মরবে না।

মানুষ সব পারলেও একটা জিনিস পারে না, আর সেটি হল, কষ্টগুলোকে বিক্রি করতে পারেনা অপরপক্ষে সুখগুলোকে কিনতে পারে না।

কষ্টবিহীন প্রতিটি মানুষের জীবন, বৈঠা ছাড়া নৌকার মতো,  কোন প্রতিকুলতা ছাড়া ‍শুধু ভাসতেই থাকে। ফলে জীবন হয়ে উঠে স্বাদহীন।

রাতের গভিরতা যতই হয়, ভোর ততই কাছে আসতে থাকে। সুতরাং জীবনে কষ্টের চরম পর্যায় আসন্ন হলে বুঝতে হবে সুখ খুবই সন্নিকটে।

জীবনের সবটা দিয়ে যাকে ভালবাসবে বেলা শেষে দেখবে সে তোমার আপন নয়, নিমিশেই তোমাকে নিঃশ্ব করে দিয়ে চলে যাবে অন্য কারোও হৃদয় মাঝে।

জীবনে সর্বহারা হয়ে গেলে দুঃখ করো না, ধৈর্য নিয়ে হাল ছেড়ে না দিয়ে সামনে এগুতেই থাকবে দেখবে এক দিন তুমি আবার পরিপূর্ণ হয়ে গেছো।

জীবনকে যতই স্বপ্নময় রঙিন কল্পনা করো না কেন, তোমার ভাগ্যে যতটুুকু আছে তার সামান্যতম কম বা বেশি তুমি পাবে না। 

প্রিয় মানুষকে নিয়ে কিছু রোমান্টিক কথা

প্রিয় মানুষকে নিয়ে কিছু রোমান্টিক কথা

এ পর্যায়ে আমরা প্রিয় মানুষকে নিয়ে কিছু রোমান্টিক কথা সম্পর্কে আলোচনা করব। এতক্ষণে আপনারা কষ্টের কথা সম্পর্কে জানলেন। অনেকের আবার প্রিয় মানুষকে জানিয়ে দেয়ার জন্য ভালোবাসার কথাবার রোমান্টিক কথা প্রয়োজন হয়ে থাকে। যাদের এ ধরনের কথার প্রয়োজন তারা নিজের কথাগুলো দেখতে থাকুন আপনার পছন্দের একটি বাছাই করে নিন।

আরো পড়ুন : ফেসবুক পোস্ট ক্যাপশন বাংলা ২০২৪

প্রিয়, রেখো গো আমায় তোমার করে
আমি সরে যাবনা কোন কালে
আসবো বারে বারে তোমার কল্পনায়
দিওনা আমায় পর করে

জীবন জোয়ারে ভাসবো মোরা
হাতে রেখে হাত সুখে দুখে
এখনই সময় চলো আকবো জীবন
দুজন দুজনার ছোট্ট বুকে

আর চুপ করে থেকো না
আর নিরবে কেঁদো না
বলে দাও পৃথিবীকে
এখনোও তুমি আমায় ভালবাসো
চেয়ে দেখ মন ব্যাকুল তোমার জন্য
স্বপ্নগুলো আমার শুধুই তোমার জন্য

প্রকৃতির সবুজের পাশে
খুঁজে পাই তোমায় ওগো পূর্ণ শশি
সাগরের নীলের মাঝে
খুঁজে পাই তোমার বাঁকা হাসি
আকাশের রুপালী চাঁদটি তোমার উপমা
সন্ধ্যায় জ্বলে উঠা তারাগুলো তোমার প্রতিমা

একজন দরিদ্র লোকও ভালবাসতে এবং ভালো থাকার জন্য প্রার্থনা করতে পারে

ভালবাসাহীন কর্তব্য পালনে আনন্দ নেই

আত্মপ্রেম অন্যায় নয়, সূর্যের আলোর মতো শাশ্বত উজ্জ্বল এবং সত্য নিজেকে কেনা ভালোবাসে?

একজন পুরুষ সর্বদা অর্থ উপার্জনের সন্ধান করতে থাকে, আরেকজন মহিলা তার দেহ গঠন নিয়ে ব্যস্ত থাকে।

ভালোবাসা এমনি একটা প্ল্যাটফর্ম যেখানে সব শ্রেণীর লোকেরাই দাঁড়াতে পারে

একমাত্র প্রেমই বিবাহকে পবিত্র করতে  পারে। আর একমাত্র অকৃত্রিম বিবাহ হচ্ছে সেটা যেটা প্রেমের দ্বারা পবিত্র।

জেলাস মেয়েরা খুব ভালো বউ আর মা হয়

ছোট ছোট বিচ্ছেদ প্রেমকে গভীর করে আর দীর্ঘ বিচ্ছেদ প্রেমকে হত্যা করে

পুরুষের প্রেম নারীকে কাঁদায়, আর নারীর প্রেম পুরুষকে উন্নত করে, যে পুরুষ নারীর প্রতারণা পায়নি সে কোনদিন উন্নতি করতে পারে না।

মেয়ে মানুষ চিনেছেন বলে অহংকার করবেন না, কেননা আপনি জানেন না আরেকটি মেয়ে আপনাকে কি শিক্ষা দেবে?

প্রিয় মানুষকে নিয়ে কিছু উক্তি

প্রিয় মানুষকে নিয়ে কিছু উক্তি

এ পর্যায়ে আমরা প্রিয় মানুষকে নিয়ে কিছু উক্তি সম্পর্কে আলোচনা করব। বিশ্বের বিভিন্ন দেশের মনীষীগণের বাস্তব অভিজ্ঞতা থেকে বলা প্রেম ভালোবাসা ও প্রিয় মানুষকে নিয়ে বিভিন্ন রকম বিখ্যাত কথা বাস্তব প্রেক্ষাপটে সত্যি ও বিখ্যাত হয়ে গেছে। এমন অনেক বিখ্যাত মনীষীর গানের বিখ্যাত উক্তি রয়েছে যেগুলো আপনি আপনার প্রিয় মানুষটিকে বিভিন্ন পরিস্থিতিতে পাঠাতে পারেন। তাতে করে সেই বিষয়ের উপর তার জ্ঞান-গরিমা আরো বেড়ে যাবে। আর কথা নয় তাহলে জেনে নিন প্রিয় মানুষকে নিয়ে কিছু উক্তি সম্পর্কে।


আগুনে ঘি দিলে যেমন বেশি জ্বলে ওঠে, তেমনি যৌবন উপভোগের দ্বারা কামনা বাড়ে বই কোনদিন কমে না। — শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

প্রবৃত্তিকে তোমার অধীন কর অন্যথায় প্রবৃত্তিই তোমাকে তার অধীন করে ফেলবে। —-বুসতি


আশা নিয়ে পথ চলা লক্ষ্য স্থলে পৌঁছানোর চেয়ে উত্তম। —- রবীন্দ্রনাথ ঠাকুর

আশাকে  ত্যাগ করলেও সে প্রগলভা বা ভিরু নারীর মত বারবার ফিরে আসে —- রবীন্দ্রনাথ ঠাকুর

আসার দুয়ারে প্রতিটি মানুষই অতিথি। —- লর্ড হলিফাক্স

কামনাকে জয় করার শ্রেষ্ঠ উপায় হচ্ছে তা তৃপ্ত করা। —-সমারসেট মম

কুয়াশা আস্তে আস্তে কেটে গিয়ে আলো ঝলমল ভোর দেখা দেয়, কাজেই অল্পতেই ভেঙ্গে পড়া সংগত নয়। —- রবার্ট ব্যাটন

উচ্চাশা যেখানে শেষ হয় সেখান থেকেই শান্তির শুরু হয়। —- ইয়ং

মানুষ যা চায় তাই যদি পায় তবে তার চাহিদাও ক্রমাগত বৃদ্ধি পায়। —- জর্জ হারবাট

চাহিদার কোন অন্ত নেই, কিন্তু জীবনের সব চাহিদায় যে পূরণ হবে তার কোন অর্থ নেই। —- জর্জ ম্যাকডোনাল্ড

সংসারে সবাই কি পায়নি তার হিসেব করে কিন্তু কি পেল তার হিসেবে কেউ করতে চায় না। —- চার্লস কিংসলে

যারা কিছুই আশা করে না তাদের কোন কিছুর জন্য নিরাশ হতে হয় না। — পোপ

আছে বহু যার তবু, আশা তার আরো লাভিবার, সে মহা ভিখারী, তার মত, দুঃখী কেবা আছে আর। —- হযরত ইব্রাহিম আদহাম (রহ.)

লালসাকে অন্তরে ঠাই দিওনা, কেননা তোমার শক্তি অন্যের চাইতে বেশি নয়। ---- এরিস্টটল

উপসংহার: প্রিয় মানুষকে নিয়ে কিছু কষ্টের ও রোমান্টিক কথা উক্তি

প্রিয় পাঠক, প্রিয় মানুষকে নিয়ে কিছু কষ্টের ও রোমান্টিক কথা উক্তি উক্তি সম্পর্কিত এই পোস্টটি পড়ে নিশ্চয়ই আপনি জানতে পেরেছেন, প্রিয় মানুষকে নিয়ে কিছু কষ্টের কথা, রোমান্টিক কথা এবং বিখ্যাত মনিষীগণের বিখ্যাত উক্তি সম্পর্কে। প্রিয় মানুষকে নিয়ে রোমান্টিক ও কষ্টের কথা সহ মনীষীগণের উক্তিগুলো আপনি আপনার প্রিয় মানুষটিকে আপনার মনের ভাব প্রকাশের জন্য বিভিন্ন মাধ্যমে পাঠাতে পারেন। এ ধরনের সুন্দর সুন্দর পোস্ট পেতে এই ওয়েবসাইটটির সঙ্গে থাকুন। নিয়মিত ভিজিট করতে ভুলবেন না। এই সম্পর্কে কোন ধরনের প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ফ্লোনেস্ট বিডির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url