ঢাকা থেকে ফ্লাইট এজেন্ট | যোগাযোগ নম্বর, রেট ও গ্রাহক রিভিউ
ঢাকা থেকে ফ্লাইট এজেন্ট খুঁজছেন? পোস্টটি শেষ পর্যন্ত পড়ে জেনে নিন ঢাকা ফ্লাইট বুকিং যোগাযোগ নম্বর, টিকিটের রেট, সেরা এজেন্টের তালিকা ও রিভিউ।
পোস্ট সূচিপত্রঢাকা থেকে ফ্লাইট এজেন্ট | যোগাযোগ নম্বর, রেট ও গ্রাহক রিভিউ
বাংলাদেশের রাজধানী ঢাকা শুধুমাত্র এ দেশের ব্যস্ততম শহরই নয় বরং এটি আন্তর্জাতিকভাবে ভ্রমণের জন্য অন্যতম প্রধান কেন্দ্র। এখান থেকে প্রতিদিন দেশি বিদেশি হাজারো যাত্রী ঢাকা থেকে ফ্লাইট এজেন্ট এর মাধ্যমে বিশ্বের বিভিন্ন গন্তব্যে টিকিট বুকিং করে থাকেন। ফ্লাইট এজেন্টরা যাত্রীদের সময়, অর্থ ও ঝামেলা কমিয়ে ফ্লাইট, সঠিক দাম ও সঠিক সময়ে টিকিট নিশ্চিত করতে সাহায্য করেন। তাই অনেকেই ঢাকা এয়ার টিকিট এজেন্ট, ঢাকা থেকে প্লেন টিকিট বুকিং আন্তর্জাতিক ফ্লাইট এজেন্ট, ঢাকা থেকে সস্তা এয়ার টিকিট পেতে তাদের যোগাযোগ নম্বর, বুকিং রেট ও গ্রাহক রিভিউ সম্পর্কে জানতে চেয়ে ইন্টারনেটে সার্চ দিয়ে থাকেন। আর তাদের জন্যই আজকে আমাদের এই পোস্ট। শেষ পর্যন্ত পড়ে জেন নিন ঢাকা থেকে ফ্লাইট এজেন্ট এর যোগাযোগ নম্বর, রেট ও গ্রাহক রিভিউ সম্পর্কে।
আরো পড়ুন : ঢাকায় সস্তায় থাকার সেরা ১০টি বাজেট হোটেল
ঢাকা থেকে ফ্লাইট এজেন্ট কারা এবং তাদের কাজ কি?
ঢাকা থেকে ফ্লাইট এজেন্ট হলো এমন ব্যক্তি বা প্রতিষ্ঠান যারা বিভিন্ন এয়ারলাইন্সের টিকিট বিক্রি করে, ফ্লাইট বুকিং দেয় এবং ভ্রমণ সংক্রান্ত সব ধরনের পরামর্শ দিয়ে থাকেন। আর সব থেকে ভাল ব্যাপার বা সুবিধা হলো এদের মাধ্যমে একসাথে একাধিক এয়ারলাইন্সের ভাড়া জানা যায়, শেষ মুহুর্তে এসেও বুকিং দেয়া যায় ও ভিসা প্রসেসিং করা যায়। এদের আরোও কিছু গুরুত্বপূর্ণ কাজ রয়েছে যেমন-
- ঢাকা থেকে ফ্লাইট এজেন্ট এর মাধ্যমে এয়ার টিকিট বুকিং
- ভিসা প্রসেসিং সহায়তা প্রদান
- ভ্রমণ বীমা সুবিধা দিয়ে থাকে
- লাগেজ আপগ্রেড এবং সিট সিলেকশন করে দিয়ে থাকে
ফ্লাইট এজেন্ট ব্যবহার করার সুবিধা
ফ্লাইট এজেন্ট এর মাধ্যমে বুকিং দেয়ার বাড়তি কিছু সুবিধা রয়েছে, যেগুলো পূর্বেও কিছু আলোচনা করা হয়েছে। পূর্বেই বলা হয়েছে ঢাকা থেকে ফ্লাইট এজেন্ট এর মাধ্যমে একসাথে একাধিক এয়ারলাইন্সের ভাড়া জানা যায়, শেষ মুহুর্তে এসেও বুকিং দেয়া যায় ও ভিসা প্রসেসিং করা যায়। এছাড়াও এই প্রতিষ্ঠানগুলো ব্যক্তিগত সহায়তা প্রদান করে থাকে। বুকিং এর আগে ও পড়ে সরাসরি যোগাযোগ করা যায়। একাধিক এয়ারলাইন্স এর ভাড়ার তুলনা করা যায়। আর সব থেকে ভাল সুবিধা হলো এদের মাধ্যমে হোটেল বুকিংও করা যায়।
আরো পড়ুন : বর্ষাকালে বাংলাদেশে ভ্রমনের ৭টি সেরা স্থান
ঢাকা থেকে ফ্লাইট টিকিট রেট কেমন হতে পারে?
ঢাকা থেকে ফ্লাইট টিকিট রেট সাধারণত ফ্লাইটের ভাড়া সময়, এয়ারলাইন, তারিখ নির্বাচন ও লাগেজনীতির ওপর পরিবর্তন হয়ে যায়। সর্বশেষ পাবলিক ফেয়ার ট্রেন্ড অনুযায়ী জনপ্রিয় কিছু রুটের ভাড়ার আনুমানিক রেঞ্জ নিম্নে তুলে ধরা হলো। অদ্য বাংলাদেশ ব্যাংকের ডলারের দাম ১ ডলার সমান ১২১.৫ টাকা ধরে নিম্নের ভাড়ার তালিকা প্রস্তুত করা হলো।
- দুবাই (ডিএক্সবি): ওয়ান-ওয়ে প্রায় ২৭,৩০০ টাকা এবং রিটার্ন প্রায় ৪০,১০০ টাকা (সর্বনিম্ন)।
- কুয়ালালামপুর (কেইউএল): ওয়ান-ওয়ে প্রায় ২০,৯০০–২১,২০০ টাকা (রিটার্ন সর্বনিম্ন ৩১ থেকে ৩৮ হাজার টাকা)।
- সিঙ্গাপুর (সিআইএন/সিন): ওয়ান-ওয়ে প্রায় ২২,৫০০–২৫,৫০০ টাকা রিটার্ন প্রায় ৪৪ থেকে ৪৬ হাজার টাকা।
- ব্যাংকক (বিকেকে/বিকেকেটি): ওয়ান-ওয়ে প্রায় ১৯,৩০০–২০,৩০০ টাকা, রিটার্ন প্রায় ২৮ থেকে ৩০ হাজার টাকা।
- নয়াদিল্লি (ডিইএল): ওয়ান-ওয়ে প্রায় ১১,৯০০–১৮,০০০ টাকা, রিটার্ন প্রায় ২৬ হাজার টাকা।
- কলকাতা (সিসিইউ): ওয়ান-ওয়ে প্রায় ৮,৬০০–৯,২০০ টাকা।
- জেদ্দা (জেইডি): ওয়ান-ওয়ে প্রায় ৩৪,০২০–৪০,০০০ টাকা, রিটার্ন প্রায় ৪৮,৫০০ টাকা (ওমরা বা পিক সময়ে এই রেট বেশি ওঠানামা করে)
- লন্ডন (এলএইচআর/সব লন্ডন এয়ারপোর্ট): ওয়ান-ওয়ে প্রায় ৩৯,০০০–৪২,০০০ টাকা, রিটার্ন প্রায় ৬৫,৮০০ টাকা।
সেরা ঢাকা থেকে ফ্লাইট এজেন্টের তালিকা ও যোগাযোগ নম্বর
সেরা ঢাকা থেকে ফ্লাইট এজেন্টের তালিকা ও যোগাযোগ নম্বর ও রিভিউ নিয়েই আমাদের আজকের এই পোস্ট। আসলে ঢাকা থেকে অনেকগুলো ফ্লাইট এজেন্ট রয়েছে যারা বুকিং দিয়ে থাকে, তবে এদের মধ্যে বিশ্বস্থ ও সেরাদের খুঁজে নেয়া জরুরী। যেকোন ধরনের প্রতারণা থেকে বাঁচতে ভাল ফ্লাইট এজেন্টদের মাধ্যমে বুকিং দেয়া দরকার। নিম্নে বিশ্বস্থ ও সেরা তিনটি ফ্লাইট এজেন্ট এর নাম, ঠিকানা, যোগাযোগ নম্বর, মোবাইল নম্বর, ওয়েবসাইট ইত্যাদি প্রদান করা হলো। নিম্নে বর্ণিত এই ফ্লাইট এজেন্টগুলোকে বিশ্বাস করা যেতে পারে এবং এদের মাধ্যমে ফ্লাইট বুকিং দিতে কোন চিন্তা করতে হবে না।
নাম : Dragon Holidays BD : ঢাকা এয়ার টিকিট এজেন্ট
ঠিকানা : Block-D Road-17, 6th Floor, House-07, Moqbul Cube Inventure, Dhaka 1213
মোবাইল নম্বর : 01796232323
ইমেইল : booking@dragonholidaysbd.com
ওয়েব-সাইট: https://dragonholidaysbd.com
নাম : ShareTrip Lounge : ঢাকা থেকে আন্তর্জাতিক ফ্লাইট এজেন্ট
ঠিকানা : 3rd Floor, House no. 1, Road 17, Block C, Dhaka 1213
মোবাইল নম্বর : 09617617617
ইমেইল : ask@sharetrip.net
ওয়েব-সাইট : https://sharetrip.net
নাম : Akij Air : ঢাকার ট্রাভেল এজেন্সি রিভিউ
ঠিকানা : Akij House, 198 Bir Uttam Mir Sawkat Sarani, Tejgaon, Dhaka
মোবাইল নম্বর : 09613500850
ইমেইল : info@akijair.com
নাম : GoZayaan Experience Center : ঢাকা এয়ার টিকিট এজেন্ট
ঠিকানা : Level 2, Banani 11, Sheltech Ayaan, House 58, Dhaka 1213
মোবাইল নম্বর : 09678332211
ওয়েব-সাইট : https://www.gozayaan.com
আরো পড়ুন : বিকেলে মজার নাস্তা আলুর পাকোড়া
আন্তর্জাতিক ফ্লাইট বুকিংয়ের ধাপসমূহ
প্রিয় পাঠক, ঢাকা এয়ার টিকিট এজেন্ট, ঢাকা থেকে প্লেন টিকিট বুকিং আন্তর্জাতিক ফ্লাইট এজেন্ট এর তালিকা ও যোগাযোগ নম্বর, বুকিং রেট সম্পর্কে জানলেন এবার আন্তর্জাতিক ফ্লাইট বুকিংয়ের ধাপসমূহ সম্পর্কে আলোচনা করা হবে। আর যারা ঢাকা থেকে আন্তর্জাতিক ফ্লাইট এজেন্ট হতে বুকিং দিবেন তাদের বিশেষ করে এই বিষয়গুলো জেনে নেয়া খুবই জরুরী। তাহলে চলুন জেনে নেয়া যাক ফ্লাইট বুকিংয়ের ধাপসমূহ সম্পর্কে।
- প্রথমত আপনার গন্তব্য ও ভ্রমণের তারিখ নির্ধারণ করুন। কবে যাবেন? আর কতদিন থাকবেন সেটা ঠিক করুন।
- ভিসা ও প্রয়োজনীয় ডকুমেন্ট যাচাই করুন, আপনার গন্তব্য যে দেশে, সেই দেশে প্রবেশের জন্য ভিসা দরকার হবে কি না দেখে নিন।
- আপনার পাসপোর্টের মেয়াদ কমপক্ষে ৬ মাস থাকতে হবে।
- ফ্লাইট এজেন্ট সম্পর্কে বিস্তারিত জেনে নিন। প্রয়োজনে অনলাইনের সাহায্য নিন। গুগলে সার্চ করুন যেমন, Skyscanner, Google Flights, ShareTrip, GoZayaan, Akij Air ইত্যাদি।
- এয়ারলাইন এর ওয়েবসাইটগুলো ভিজিট করে তাদের তথ্য সংগ্রহে রাখতে পারেন যেমন, Biman, Emirates, Qatar Airways ইত্যাদি।
- সরাসরি এয়ারলাইনের সাথে ভাড়া তুলনা করুন। কখনও কখনও সস্তা বা ভালো প্যাকেজ সুবিধা পেলেও পেয়ে যেতে পারেন। বিভিন্ন ওয়েবসাইটে দাম যাচাই করুন।
- ট্রানজিট দেশের ভিসা লাগবে কি না ভালভাবে যাচাই করুন।
- আপনার নাম অবশ্যই পাসপোর্ট অনুযায়ী লিখুন, জন্মতারিখ, পাসপোর্ট নম্বর, এক্সপায়ারি ডেট সঠিকতার সাথে দিন।
- পেমেন্ট এর ক্ষেত্রে অনলাইন কার্ড, মোবাইল ব্যাংকিং বা এজেন্ট অফিসে সরাসরি গিয়ে ক্যাশের মাধ্যমে পেমেন্ট করুন। আর কনফার্মেশন ইমেইল ও টিকিটের PDF কপি সংরক্ষণ করুন।
- চূড়ান্ত কনফার্মেশন হয়ে গেলে এয়ারলাইনের ওয়েবসাইটে গিয়ে লাগেজ এলাউন্স, মিল অপশন ও সিট সিলেকশন করে নিন।
উপসংহার: ঢাকা থেকে ফ্লাইট এজেন্ট | যোগাযোগ নম্বর, রেট ও গ্রাহক রিভিউ
প্রিয় পাঠক, ঢাকা এয়ার টিকিট এজেন্ট, ঢাকা থেকে প্লেন টিকিট বুকিং আন্তর্জাতিক ফ্লাইট এজেন্ট, ঢাকা থেকে সস্তা এয়ার টিকিট পেতে তাদের যোগাযোগ নম্বর, বুকিং রেট ও গ্রাহক রিভিউ সম্পর্কিত যাবতীয় তথ্যাদি এই পোস্টে তুলে ধরার চেস্টা করেছি। পোস্টটিতে আরোও কোন তথ্য তুলে ধরার দরকার ছিলো কিনা তা জানিয়ে কমেন্ট করবেন। পোস্টটি ভাল লাগলে বন্ধুদের সাথে সেয়ার করুন।
ফ্লোনেস্ট বিডির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url