ধাঁধা উত্তর সহ ছবি ডাউনলোড

বাঙ্গালীদের জন্য বাংলা ভাষায় অনেক মজার, খুব হাসির, বুদ্ধির ও মাথা খাটানো ধাঁধা উত্তর সহ ছবি ডাউনলোড নিয়ে হাজির হলাম। ধাঁধা উত্তর সহ প্রত্যেকটির জন্য আলাদা আলাদা ভাবে ছবিসহ তুলে ধরা হয়েছে। তাই প্রত্যেকটি ধাঁধা প্রশ্ন ও উত্তর এবং তার ছবি ডাউনলোড করতে পারবেন খুব সহজে। চলুন তাহলে শুরু করা যাক।

ধাঁধা উত্তর সহ ছবি ডাউনলোড
পোস্ট সূচিপত্র

ধাঁধা উত্তর সহ ছবি ডাউনলোড

দীর্ঘদিন আগে বাঙ্গালীদের বা বাংলা ভাষাভাষী মানুষদের জন্য ধাঁধা একটি ঐতিহ্যবাহী ও চমৎকার বিনোদনের প্রধান উপায় ছিল। বর্তমানে কম্পিউটার ও মোবাইলের যুগে এটি যে প্রধান একটি বিনোদন মাধ্যম তা চাপা পড়ে যায়। তারপরেও বাঙ্গালীদের ঐতিহ্যবাহী মজার ধাঁধাগুলোর কদর এখনো রয়েছে। বিভিন্ন অনুষ্ঠানে পারিবারিক ঘরোয়া ফেস্টিভালে বাচ্চাদের বিনোদন দিতে এমনকি বড়দের বিনোদনে মজার ও হাসির সব ধাঁধা গুলো অনেকেই খুঁজে থাকেন। অনেকে আবার ফেসবুক টুইটারে বা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বন্ধুবান্ধব ও পরিবারের অন্যান্য সদস্যদের সাথে মজা করার জন্য মেসেঞ্জারে ধাঁধা ধরে থাকেন, আর সেজন্য ছবির প্রয়োজন হয়। আর তাই আপনার সেই সমস্যার সমাধানের জন্য আমাদের এই পোস্টে ধাধার প্রশ্নগুলোর পাশাপাশি সেগুলো ছবি আকারে প্রদান করা হয়েছে।

আরো পড়ুন : হাসির ধাঁধা উত্তর সহ ছবি

ছোট ধাঁধা উত্তর সহ ছবি

প্রথমেই আমরা যে ধাঁধাগুলো নিয়ে বলবো তা হলো ছোট ধাঁধাঁ উত্তর সহ ছবি সম্পর্কে। এই ছোট ধাঁধাগুলো মূলত ছোট ছোট বাচ্চারা খুবই খুঁজে থাকে। ছোট্ট সোনা মনিরা তাদের জ্ঞান বৃদ্ধি ও বিকাশের জন্য এই ধাঁধাগুলো খুবই উপকারী হতে পারে। এগুলো যেমন মজার তেমনি ছোটদের জন্য অনেক ভালো এগুলো নিয়মিত চর্চায় তাদের সৃজনশীল চিন্তাভাবনার উন্নতি ঘটে থাকে। তাহলে চলুন দেখে নেওয়া যাক ছোট ছোট ধাঁধা ও সেগুলোর ছবি।

দৃষ্টি আকর্ষণ : ধাঁধাগুলোর উত্তর এই পোস্টের শেষে উত্তরপত্র অংশে দেখে নিন


ছোট ধাঁধা উত্তর সহ ছবি : ০১

আছাড় দিলে ভাঙ্গে না

টিপের ভরি সয়না

ছোট ধাঁধা উত্তর সহ ছবি


ছোট ধাঁধা উত্তর সহ ছবি : ০২

এলসি গেল বিলসি গেল

গাছের আগালে পানি জমল

ছোট ধাঁধা উত্তর সহ ছবি


ছোট ধাঁধা উত্তর সহ ছবি : ০৩

তেলে ভাজা খাইতে মজা

না খেয়ে ফেলে দেয়

ছোট ধাঁধা উত্তর সহ ছবি


ছোট ধাঁধা উত্তর সহ ছবি : ০৪

লাল বুড়ি হাটে যায়

হাটে গিয়ে চর খায়

ছোট ধাঁধা উত্তর সহ ছবি


ছোট ধাঁধা উত্তর সহ ছবি : ০৫

সবুজ বুড়ি বাজারে যায়

বাজারে গিয়ে চিমটি খায়

ছোট ধাঁধা উত্তর সহ ছবি


ছোট ধাঁধা উত্তর সহ ছবি : ০৬

হাত নাই পা নাই

গড়গড়িয়ে যায়

পিঠের চামড়া নাই

সর্ব লোকেই খায়

ছোট ধাঁধা উত্তর সহ ছবি


ধাঁধা উত্তর সহ ছবি হাসির

এ পর্যায়ে আমরা ধাঁধা উত্তর সহ ছবি হাসির সে সম্পর্কে ছবিসহ উপস্থাপন করব। এই ধাঁধাগুলো কবিতার মত ছন্দ আকারে বলা হয়ে থাকে। যেগুলো খুবই ছোট হয় এবং মনে রাখা ও অনেক সহজ হয়। বিয়ে বাড়িতে বা বিভিন্ন অনুষ্ঠানে বা প্রতিপক্ষদের হারিয়ে দিতে এই ধাঁধাগুলো ব্যবহার করা হয়ে থাকে। বন্ধুবান্ধবদের আড্ডাখানায় বিভিন্ন হাসির অনুষ্ঠানে এই ধাঁধাগুলোর কদর অনেক বেশি। চলুন দেখে নেওয়া যাক হাসির ধাঁধাগুলো আর সেগুলোর ছবি ইমেজ ও পিকচারগুলো। নিজে বিনোদন পেতে বা অন্যকে বিনোদন দিতে ধারার উত্তর ও ছবিগুলো ডাউনলোড করে ব্যবহার করতে পারেন।

দৃষ্টি আকর্ষণ : ধাঁধাগুলোর উত্তর এই পোস্টের শেষে উত্তরপত্র অংশে দেখে নিন

আরো পড়ুন : মজার ধাঁধা উত্তর সহ ছবি

ধাঁধা উত্তর সহ ছবি হাসির : ০১

খাইলে বুড়া খাড়া

না খাইলে বুড়া মরা

ধাঁধা উত্তর সহ ছবি হাসির


ধাঁধা উত্তর সহ ছবি হাসির : ০২

খোদার কি কুদরত

লাঠির ভিতর শরবত

ধাঁধা উত্তর সহ ছবি হাসির


ধাঁধা উত্তর সহ ছবি হাসির : ০৩

কালো শারলী কালো ঘাস খায়

রাত্রি কালে শারলী খোয়াড়ে যায়

ধাঁধা উত্তর সহ ছবি হাসির


ধাঁধা উত্তর সহ ছবি হাসির : ০৪

এক ঘরে এক পই

ছাতার ডান্ডা কবার নই

ধাঁধা উত্তর সহ ছবি হাসির


ধাঁধা উত্তর সহ ছবি হাসির : ০৫

তিন মাথা এক মুখ

যা দিবেন তাই খায়

ধাঁধা উত্তর সহ ছবি হাসির


ধাঁধা উত্তর সহ ছবি রোমান্টিক

এ পর্যায়ে আমরা ধাঁধা উত্তর সহ ছবি রোমান্টিক সম্পর্কে আলোচনা করব। এই ধাঁধাগুলো গ্রামবাংলায় অনেক জনপ্রিয় এবং খুবই মজাদার ও রোমান্টিক। বাংলায় বা বাঙ্গালীদের বিয়েতে বর এবং কনের প্রতিপক্ষ গণ একে অপরকে ঠকিয়ে দেওয়ার জন্য এই ধারাগুলো ব্যবহার করে থাকেন। অথবা স্বামী স্ত্রী এবং দাম্পত্য জীবনে মজা এবং হাসিখুশি থাকতে একে অপরকে আনন্দ দিতে এই ধাঁধাগুলো ব্যবহার করা যেতে পারে। আর কথা নয় চলুন দেখে নেয়া যাক রোমান্টিক সব ধাঁধাগুলো। ধাঁধার ছবি পিকচার ইমেজ গুলো ডাউনলোড করে ফেসবুকে পোস্ট করতে পারেন।

দৃষ্টি আকর্ষণ : ধাঁধাগুলোর উত্তর এই পোস্টের শেষে উত্তরপত্র অংশে দেখে নিন


ধাঁধা উত্তর সহ ছবি রোমান্টিক : ০১

দশ ভাই ধরে

দুই ভাই মারে

ধাঁধা উত্তর সহ ছবি রোমান্টিক


ধাঁধা উত্তর সহ ছবি রোমান্টিক : ০২

একই দেশের দুইটি রাজা

একই তাহার নাম

উঠলে বসতে পারে না

একি খোদার কাম

ধাঁধা উত্তর সহ ছবি রোমান্টিক


ধাঁধা উত্তর সহ ছবি রোমান্টিক : ০৩

চার কলসি দুধে ভরা

ঢাকনি ছাড়া উপুর করা

ধাঁধা উত্তর সহ ছবি রোমান্টিক


ধাঁধা উত্তর সহ ছবি রোমান্টিক : ০৪

এখানে ধরলাম লাঠি

লাঠি গেল করলা হাঁটি

ধাঁধা উত্তর সহ ছবি রোমান্টিক


ধাঁধা উত্তর সহ ছবি রোমান্টিক : ০৫

খাইলে চিকন হয়

না খাইলে মোঠা থাকে

ধাঁধা উত্তর সহ ছবি রোমান্টিক


ধাঁধা উত্তর সহ ছবি রোমান্টিক : ০৬

পাক ঘোরে পাক ঘোরে

খাড়া হলে পেট ভরে

ধাঁধা উত্তর সহ ছবি রোমান্টিক


তিন অক্ষরের ধাঁধা : তিন অক্ষরের নাম তার

তিন অক্ষরের ধাঁধা গুলো আমাদের দেশে ব্যাপকভাবে ব্যবহার হয়ে থাকে। বন্ধু-বান্ধবের আড্ডায় ঘরোয়া বিনোদন পেতে ছোটরা এবং বড়রা প্রায় সবাই তিন অক্ষরে নাম তার বা তিন অক্ষরের ধারা গুলো খুজে থাকে। বাংলাদেশ সহ ভারতের পশ্চিমবঙ্গে এই ধাঁধা গুলোর বেশ কদর রয়েছে। আর কথা নয় চলুন তাহলে দেখে নেওয়া যাক তিন অক্ষরের মজার ও হাসির ধাঁধা গুলো। আপনাদের কথা চিন্তা করি প্রত্যেকটি ধাঁধা ছবি আকারে প্রদান করা হয়েছে যেগুলো আপনি সহজেই ডাউনলোড করে যে কোন জায়গায় ব্যবহার করতে পারবেন।

দৃষ্টি আকর্ষণ : ধাঁধাগুলোর উত্তর এই পোস্টের শেষে উত্তরপত্র অংশে দেখে নিন

আরো পড়ুন : কষ্টের স্ট্যাটাস পিক ছেলেদের ও মেয়েদের

তিন অক্ষরের ধাঁধা : তিন অক্ষরের নাম তার : ০১

তিন অক্ষরের নাম তার 

বাঙালিরা বর্ষায় খেতে ভালোবাসে

প্রথম অক্ষর বাদ দিলে

 নারীরা পরতে ভালোবাসে

তিন অক্ষরের ধাঁধা


তিন অক্ষরের ধাঁধা : তিন অক্ষরের নাম তার : ০২

তিন অক্ষরের নাম তার

নারী পুরুষ সবার কাজে লাগে

মাঝের অক্ষর বাদ দিলে

খেতে মিষ্টি লাগে

তিন অক্ষরের ধাঁধা


তিন অক্ষরের ধাঁধা : তিন অক্ষরের নাম তার : ০৩

তিন অক্ষরের নাম তার

খাইতে লাগে তিতা

মাঝের অক্ষর বাদ দিলে

খাইতে লাগে মিঠা

তিন অক্ষরের ধাঁধা


তিন অক্ষরের ধাঁধা : তিন অক্ষরের নাম তার : ০৪

দুই অক্ষরের নাম তার

ফুলের নাম হয়

ফুলটির নাম উল্টে দিলে

আকাশে উড়ে যায়

তিন অক্ষরের ধাঁধা


তিন অক্ষরের ধাঁধা : তিন অক্ষরের নাম তার : ০৫

দুই অক্ষরের নাম

সব জয়গাতে থাকে

শেষের অক্ষর বাদ দিলে

অতি আপনজন কাছে

তিন অক্ষরের ধাঁধা


কঠিন ধাঁধা প্রশ্ন ও উত্তর সহ ছবি

এই ধাঁধাগুলোর উত্তর আসলেই একটু কঠিন হয়ে থাকে। এগুলো অনেক চিন্তা ভাবনা করে উত্তর দিতে হয়। আপনার বন্ধুবান্ধব, পাড়া মহল্লার ভাই বোন, আত্মীয় স্বজন ও অতি আপনজনদের বিনোদন দিতে বা তাদের মজা দিতে খুবই প্রয়োজনীয়। আর বিশেষ করে ছোটদের জ্ঞান বুদ্ধির বিকাশে এই ধাঁধা গুলো অনেক বেশি উপকারী। তাই পারিবারিক বা সামাজিক বিভিন্ন অনুষ্ঠানে ঘরোয়া পরিবেশে ব্যবহারে বিশেষ উপযোগী। সেই সাথে ছোটদের হাতে মোবাইল না তুলে দিয়ে এইসব ধাঁধা নিয়ে খেলা করলে তাদের জ্ঞান বুদ্ধি অনেক বৃদ্ধি পাবে সেই সাথে মজাও পাবে অনেক। এগুলো যে বাংলার বা বাঙালীদের ঐতিহ্য তা আমাদের জুনিয়রদের বা ছোটদের বুঝিয়ে দেওয়া আমাদের কর্তব্য।

দৃষ্টি আকর্ষণ : ধাঁধাগুলোর উত্তর এই পোস্টের শেষে উত্তরপত্র অংশে দেখে নিন

আরো পড়ুন : রোমান্টিক ফেসবুক স্ট্যাটাস পিকচার

কঠিন ধাঁধা প্রশ্ন ও উত্তর সহ ছবি : ০১

একটি পুকুরে গোসল করার চারটি ঘাট রয়েছে, চার ঘাটে চারজন গোসল করলো, পুকুরে কোন দেয়াল বা বেড়া নাই। চার ঘাটে চারজন লোক এসে গোসল করে চলে গেলো কেউ কাউকে দেখলো না। কারণ কি?

কঠিন ধাঁধা প্রশ্ন ও উত্তর সহ ছবি

কঠিন ধাঁধা প্রশ্ন ও উত্তর সহ ছবি : ০২

তাই দিয়ে তাই রেধেছি

তাই পেতে বসো

তিন কথার উত্তর দিয়ে

ভাত খেতে বসো

কঠিন ধাঁধা প্রশ্ন ও উত্তর সহ ছবি


কঠিন ধাঁধা প্রশ্ন ও উত্তর সহ ছবি : ০৩

একটু খানি ঘর

রঙ্গিন চুনকাম করা

কোন মিস্ত্রির সাধ্য নাই

ভেঙ্গে আবার গড়া

কঠিন ধাঁধা প্রশ্ন ও উত্তর সহ ছবি


কঠিন ধাঁধা প্রশ্ন ও উত্তর সহ ছবি : ০৪

গাছ নয় কিন্তু

আছে ‍শুধু পাতা

মুখ নাই কিন্তু

বলে দামি কথা

কঠিন ধাঁধা প্রশ্ন ও উত্তর সহ ছবি


কঠিন ধাঁধা প্রশ্ন ও উত্তর সহ ছবি : ০৫

হাত নেই পা নেই

তবু সে চলে

তার অভাব হলে সবাই

অনাহারে মরে

কঠিন ধাঁধা প্রশ্ন ও উত্তর সহ ছবি


কঠিন ধাঁধা প্রশ্ন ও উত্তর সহ ছবি : ০৬

একটি চার কোনা পুকুর, পুকুরের এক কোনায় একটি বাচ্চা, তার পরের কোনায় একটি কুকুর, তার পরের কোনায় বাচ্চাটির মা আর শেষ কোনায় কাঁটা ও জঙ্গলে ভর্তি। পুকুরে একটি জেলে মাছ ধরছে।  এখন প্রশ্ন হলো বাচ্চাটির মা কিভাবে তার বাচ্চাটির কাছে যাবে? এক দিকে কাঁটা ও জঙ্গল অন্য দিকে পাগলা কুকুর।


উত্তরপত্র : ধাঁধা উত্তর সহ ছবি ডাউনলোড

ছোট ধাঁধা উত্তর সহ ছবি অংশের উত্তর

  1. ভাত
  2. নারকেল বা ডাব
  3. তেজপাতা
  4. মাটির হাড়ি
  5. লাউ
  6. পানি

ধাঁধা উত্তর সহ ছবি হাসির অংশের উত্তর

  1. বস্তা
  2. আঁখ
  3. নাপিতের কাঁচি
  4. ছাতা
  5. মাটির চুলা

ধাঁধা উত্তর সহ ছবি রোমান্টিক অংশের উত্তর

  1. মাথার উঁকুন বাছা
  2. মেয়েদের স্তন
  3. গাভির ওলান বা স্তন
  4. টর্চ লাইট
  5. খরের গাদা
  6. টাকরুশ (আদিকালের সুতলি পাকানোর যন্ত্র)

তিন অক্ষরের ধাঁধা : তিন অক্ষরের নাম তার অংশের উত্তর

  1. খিঁচুড়ি, চুড়ি
  2. চিরনি, চিনি
  3. করলা, কলা
  4. জবা, বাজ
  5. মাটি, মা

কঠিন ধাঁধা প্রশ্ন ও উত্তর সহ ছবি অংশের উত্তর

  1. চারজন লোকই অন্ধ
  2. পাট শাক, পাট কাঠি, পাটের তৈরী পাটি
  3. শামুক
  4. বই
  5. টাকা
  6. যে লোকটি মাছ ধরছে তার একটি মাছ হাত ফসকে চলে যাবে, আর সে মুখে চু-চু শব্দ করবে তার শব্দ শুনে কুকুর জেলের কাছে যাবে, কুকুর সরে গেলেই মা তার বাচ্চার কাছে যেতে পারবে।


উপসংহার : ধাঁধা উত্তর সহ ছবি ডাউনলোড

প্রিয় পাঠক, ধাঁধা উত্তর সহ ছবি ডাউনলোড সম্পর্কিত এই পোষ্টটি পড়ে নিশ্চয়ই আপনার ভালো লেগেছে। এবং নিশ্চয়ই আপনি গ্রাম বাংলার ঐতিহ্য মজার, হাসির, কঠিন, সহজ, ছোটদের ও বড়দের এবং চমৎকার সব ধাঁধাগুলো জানতে পেরেছেন। এখানে ব্যবহৃত প্রত্যেকটি ধাঁধা ছবি আকারেও তুলে ধরা হয়েছে আপনাদের সুবিধার্থে।

ছোট ধাঁধা উত্তর সহ ছবি, ধাঁধা উত্তর সহ ছবি হাসির, ধাঁধা উত্তর সহ ছবি রোমান্টিক, তিন অক্ষরের ধাঁধা এবং কঠিন ধাঁধা প্রশ্ন ও উত্তর সহ ছবি প্রত্যেকটি অংশ ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। কোন প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ফ্লোনেস্ট বিডির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url